৫০ কোটি টাকায় আধুনিক হচ্ছে বাল্লা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর আধুনিকায়নের ছোঁয়া পাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর (শুল্ক স্টেশন)। এতে ব্যয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। বন্দরের উন্নয়নে দিন-রাত নিরলস কাজ করছেন শত শত শ্রমিক।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। ২০২৩ সালের মধ্যে বন্দরটি চালু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

জানা গেছে, ১৯৫১ সালে ৪.৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বাল্লা স্থলবন্দর। এরপর থেকেই এ বন্দর দিয়ে খোয়াই নদী হয়ে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চলছে। প্রতিষ্ঠার প্রায় ৭১ বছর পর স্থলবন্দরটি আধুনিকায়নের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে ২০১৮ সালে আগের স্থান থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোট মৌজায় ১৩ একর ভূমি অধিগ্রহণ করা হয়। পাশাপাশি পুরোদমে চলে অবকাঠামো নির্মাণ কাজ।

সম্প্রতি কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পর্যটন প্রতিমন্ত্রী, বন্দর কর্মকর্তা ও জেলা প্রশসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ টাকা জেলা প্রশাসন বরাবর প্রদান করেছে। বৈধ কাগজ নিয়ে এলেই ভুক্তভোগীদের টাকা বুঝিয়ে দেওয়া হবে।

বাল্লা স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, একসময় খোয়াই নদীর পানি ভেঙে মাথায় করে মালামাল আনা-নেয়া করতে হয়েছে। এখন আধুনিকায়ন হচ্ছে বন্দরটি। ফলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি শত শত শ্রমিকের কর্মসংস্থান হবে এ বন্দরে।