৫৫ পোশাক কারখানা বন্ধ : শ্রমিক আন্দোলন

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার ৫৫টি কারখানা বন্ধ করেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তনিকারকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এ কথা জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, আইন মেনেই অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন আমাদের উদ্যোক্তারা। চলমান পরিস্থিতিতে কোনো শ্রমিক কারখানায় কাজ না করলে আইন অনুয়ায়ী বেতন পাবেন না তারা।