৫ জানুয়ারি রাজপথে কোনো কর্মসূচি দেশের জনগণ পালন করতে দেবে না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভোটাধিকার হরণকারী বিএনপি-জামায়াত জোটকে আগামী ৫ জানুয়ারি রাজপথে কোনো কর্মসূচি দেশের জনগণ পালন করতে দেবে না।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করতে আজ এই যৌথ সভার আয়োজন হয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু অশুভ শক্তি এখনো নিশ্চুপ নেই। তারা এখনো তৎপর আছে।’

বিএনপি-জামায়াত জোটের উদ্দেশে তিনি বলেন, ‘২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তারা অংশ নেয়নি। বরং তারা নির্বাচনকে প্রতিহতের ঘোষণা দিয়েছিল। বিএনপি জনগণের ভোটাধিকার হরণের জন্য এটা করেছিল। সেই তারা এখন ৫ জানুয়ারিতে গণতন্ত্রের হত্যা দিবস পালন করবে। গণতন্ত্র হত্যার প্রচেষ্টা যদি কেউ করে থাকে, সেটা বিএনপি-জামায়াত করেছে। আওয়ামী লীগ নয়।’

৫ জানুয়ারির নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অপরিহার্য ছিল মন্তব্য করে তিনি বলেন,   ‘এবারও পত্রিকায় দেখলাম, বিএনপি বলেছে, তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। দেশের জনগণ এটা কখনো মেনে নেবে না। জনগণের ভোটাধিকার হরণের জন্য সেই দিন যারা ২ জন প্রিসাইডিং অফিসার, ৪৭ জন সাধারণ মানুষকে হত্যা করেছিল, হাজার মানুষকে আহত করেছিল, ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, সেই ভোটাধিকার হরণকারীদের এ দেশের জনগণ ৫ জানুয়ারি রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। এটা আমরা বিশ্বাস করি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘কোন বিবেক ও কাণ্ডজ্ঞানে এই কথাগুলো বলেন তিনি। রাজনৈতিকভাবে কতো দেউলিয়া হয়ে গেলে খালেদা জিয়া নাসিক নির্বাচনও সুষ্ঠ হয় নাই এ কথা বলতে পারেন। এটা রাজনৈতিক দেউলিয়াত্বের চরম বহিঃপ্রকাশ।’

বিএনপিকে ভুল রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অধীনেই হবে। আপনারা সে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। ভুল রাজনীতি করে দলটাকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনারাও প্রস্তুতি নিন।’ আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।