৫ বছরের শিশুর ক্যান্সারে আক্রান্ত নাচ ভাইরাল

আন্তর্জাতিক ডেস্কঃ মরণ রোগ বাসা বেধেছে শরীরে। শুরু হয়েছে কেমোথেরাপি। কিন্তু তা নিয়ে কোন ভয়ই নেই তার। আপাতত হাসপাতালের বেডেই মাইকেল জ্যাকসেনর গানে নাচছে সে। শিশুটির নাম সলোমন হাউফানো। বয়স মাত্র ৫। তার নাচের একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেছে। ক্যান্সারকে কোনরকম পাত্তা দিতেই রাজি নয় সলোমন। নিজের মুডে নিজেই চালিয়ে যাচ্ছে নাচ। আর তা দেখে অবাক হচ্ছেন সবাই। কোত্থেকে এত মনের জোর পাচ্ছে ছোট্ট এই শিশুটি?

ওয়াশিংটনের সিয়াটল চিল্ড্রেনস হসপিটালে চিকিৎসা চলছে ছোট্ট সলোমনের। ডেসমোপ্লাস্টিক ক্যান্সারে ভুগছে সে। আপাতত চলছে চিকিৎসা। কিন্তু ছেলেকে সব সময়ই উৎসাহ দিয়ে যাচ্ছেন তার মা। মায়েরই তোলা ভিডিওতে দেখা গেছে সলোমনের নাচ।

এই ভিডিও দেখে আবেগে ভাসছেন সবাই। এত ছোট বয়সে এত মনের জোরের জন্য তাকে বাহবাও দিচ্ছেন সবাই। আসলে সলোমন হয়ত বুঝতেই পারছে না যে কোন ভয়ঙ্কর রোগের মুখোমুখি সে। তাই হয়ত এত নিশ্চিন্ত রয়েছে সে। তবে এই ছোট শিশুই অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের সকলকে। জোগাচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। ঠিক যেভাবে ও নিজের বেঁচে থাকার গান গাইছে আবার নাচছে।