৬ষ্ঠ রমজানের দোয়া

আজ সোমবার (১৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের ষষ্ঠ দিন। রমজানের ত্রিশ দিনের রয়েছে ত্রিশ ফজিলত।

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওরাসুলুল্লাহ (সাঃম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়।

৬ষ্ঠ রোজার দোয়াঃ

اَللّـهُمَّ لا تَخْذُلْنی فیهِ لِتَعَرُّضِ مَعْصِیَتِکَ، وَلاتَضْرِبْنی بِسِیاطِ نَقِمَتِکَ، وَزَحْزِحْنی فیهِ مِنْ مُوجِباتِ سَخَطِکَ، بِمَنِّکَ وَاَیادیکَ یا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبینَ .

বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা লা তাখজুলনী ফীহি লিতাআররুদি মাআ সিয়াতিকা,ওয়ালা তাদরিবনী বিসিয়াতি নাক্বিমাতিকা,

ওয়া যাহযিহনী ফীহি মিন মুউজিবাতি সাখতিনা,বিমাননাকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহী রঅবাতির রগিবীন

অর্থঃ

হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ করোনা । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা । সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো । হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস ।