৬১ শিক্ষার্থীকে বৃত্তি দান

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঊনিশটি বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে যাকাত ও কল্যাণ তহবিল-জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের এ বৃত্তি প্রদান করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত এ তহবিলের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দরিদ্র-অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হলো।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের বৃত্তি দিতে পেরে আমরা আনন্দিত। দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করা হলে তাদের মনোবল বেড়ে যাবে।’

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহান, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান।