৬৪৫ শূন্য পদে নিয়োগ হবে উপসহকারী কৃষি কর্মকর্তা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অধীনে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে যোগ্য প্রার্থীদের মধ্য হতে পূরণ করার জন্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার অধিবাসী ব্যতীত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্য হতে কেবল মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

পদের নাম : উপসহকারী কৃষি কর্মকর্তা
পদ সংখ্যা : ৬৪৫

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বয়স : ০২-০২-২০১৭ অনুযায়ী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩২ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮-৩০ বছর।

বেতন : ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

আবেদনের সময়সীমা : আগামী ৫ মার্চ, ২০১৭, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট (www.dae.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (dae.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করা যাবে।

বিস্তারিত : নিচে বিজ্ঞপ্তিতে