৬ দিনের রিমান্ড সবুর

নিজস্ব প্রতিবেদক : শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টায় গ্রেপ্তার আবদুস সবুরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার সবুরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

এর আগে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে। তিনি বিভিন্ন জায়গায় আবদুস সামাদ, সুজন, রাজু ও সাদ নামে পরিচিত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, দীপন হত্যা ও টুটুল হত্যাচেষ্টার অন্যতম হোতা ছিলেন সবুর।

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন মোহাম্মদপুরের লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে টুটুলসহ তিনজনের ওপর হামলা চালায় জঙ্গিরা।