৬ ভোটে জিতলেন ইমরান খান

শনিবার আস্থা ভোটে জয়লাভ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি ইমরানের সরকারের বৈধতা আরও পাকাপোক্ত হল।

বিরোধ দল পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নির্বাচন বয়কট করায় ইমরানের জয় পাওয়া সহজতর হয়েছে। নির্বাচন শেষে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাব উত্থাপন করেন।

৩৪২ সদস্য বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষে ইমরান ১৭৮টি ভোট পেয়েছেন। প্রেসিডেন্টের আহ্বানে এক বিশেষ অধিবেশনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। জয়ের জন্য ইমরানের দরকার ছিল ১৭২টি ভোট।

গত বুধবার সিনেট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যান বর্তমান অর্থমন্ত্রী ও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য আবদুল হাফিজ শেখ। এরপর বিরোধী দল প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের পদত্যাগ দাবি করে। কিন্তু ইমরান খান সংসদের নিম্ন কক্ষে আস্থা ভোট নেয়ার সিদ্ধান্ত নেন।

সংসদের স্পিকার আসাদ কায়সার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ইমরান খান দু’বছর আগে ১৭৬ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হয়েছিলেন। আজ তিনি ১৭৮টি ভোট নিশ্চিত করলেন।