৭ দফা দাবি নিয়ে রাজধানীতে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করে অবিলম্বে রাষ্ট্রায়ত্ত খাতে বন্ধ পাটকল চালু, পাওনা পরিশোধসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক-কর্মচারীরা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন।

মানববন্ধনে শ্রমিক-কর্মচারীরা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন।

মানববন্ধনে সরকারের উদ্দেশে সাতটি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হচ্ছে-

১- পাট শিল্পের সম্ভাবনা নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁডাতে হবে, একই সঙ্গে অবিলম্বে পাটকল শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে।

২- আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করে রাষ্ট্রয়ত্ত খাতে পাটকল চালু করতে হবে।

৩- ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে পাটকল আধুনিকীকরণে শ্রমিক-কর্মচারীদের প্রস্তাব গ্রহণ করতে হবে।

৪- ব্যক্তি মালিকানা নির্বিশেষে জুট-টেক্সটাইল শিল্প সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে বাস্তবায়ন করতে হবে।

৫- কোনো পদে একটানা তিন মাস কর্মরত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী স্থায়ী শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে।

৬- বাজেটে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে নির্দেশনা ও বরাদ্দ থাকতে হবে।

৭- পাটখাত ধ্বংস, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।