৭ দফা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির

নিজস্ব প্রতিবেদক : শিক্ষদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব শিক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানান।

তাদের দাবিগুলো হলো- ইউনেস্কো ও আইএলওর ঘোষণা বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা ৩০ দিনের মধ্যে প্রদান, চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীত করা, ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান এবং অবসর ভাতা চালু করা।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার হাওলাদার অভিযোগ করেন, সমগ্র শিক্ষক সমাজকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে আমলারা। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মনিটরিং করা হচ্ছে অদক্ষ ও অযোগ্য জুনিয়র অফিসারদের দ্বারা।

আলোচনা সভায় সংগঠনের মহাসচিব আ. ছালাম খান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য আখতারুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।