৮ম শ্রেণিতে পাশ করা ছাত্রীর নামে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণিতে উপবৃত্তি উত্তোলন

বরগুনার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণিতে পাশ করা ছাত্রীর নামে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণিতে উপবৃত্তি উত্তোলন –

আবুল হাসান বেল্লাল, বিশেষ প্রতিনিধি: বরগুনা সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণিতে পাশ করা ছাত্রী মোসা: ইতি আক্তার কে বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৩/২০১৪ সালের উপবৃত্তির তালিকায় ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্রী দেখানো হয়েছে। অগ্রনী ব্যাংক বরগুনা শাখায় তার নামে ১৪৯৬০/১৩ এবং ১৪৯৬১/১৫ নং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়। গত ২৬/০৭/২০১৬ ইং তারিখ থেকে বিদ্যালয়টিতে উপবৃত্তি প্রদান প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং ভুয়া ছাত্র/ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আতœসাতের বিষয়ে অনুসন্ধান করা হয়। দীর্ঘদিন অনুসন্ধানের পর ভুয়া ছাত্র/ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা আতœসাতের প্রমান পাওয়া যায়। অনুসন্ধানকালে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো: মো: আবু মিয়া ও মাতা: মো: আনোয়ারা বেগমের মেয়ে সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিল। ২০১৫ সালের জেডিসি পরীক্ষার রোল নং- ৪৫৩৪৬০, রেজি: নং- ১৫১৮৭৩৯৭৮৯
(মাদ্রাসা বোর্ড)। ২০১২ সালে সে ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। যাহার রোল নং- ১৩৩১। এ বিষয়ে ১৪ নং পূর্ব গুদিঘাটা নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ রকম কিছু হয়েছে কিনা তা আমার জানা নাই। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আমির হোসেন বলেন, এ রকম কোন ঘটনা ঘটলে প্রধান শিক্ষক দায়ী থাকবেন এ বিষয়ে আমি কিছু জানি  না। জানতে চাইলে, সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আলতাফ হোসেন এ প্রতিনিধিকে জানান, মোসা: ইতি আক্তার আমার মাদ্রাসায় ২০১৩ সালে ৬ষ্ঠ শ্রেণি থেকে ২০১৫ সালের মাধ্যমিক ৮ম শ্রেণির পরীক্ষায় অংশ গ্রহণ করে। ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন করা হলে আইনগত ব্যবস্থা সর্ম্পকে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, এ ধরনের অভিযোগ আমি এর আগেও শুনেছি অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে বরগুনা সরকারি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্রের নামে প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে উপবৃত্তি উত্তোলন করা হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

অনুসন্ধানি ধারাবাহিক প্রতিবেদনের ২য় পর্ব – চলবে ………………………