৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল জঙ্গি ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জঙ্গি আস্তানায় নিহত সাত জঙ্গির একজনকে শনাক্ত করতে পেরেছে তার পরিবার।

তার নাম মো. ইব্রাহিম (১৯)। বাবার নাম মো. আজিম উদ্দিন। তার বাসা পুরান ঢাকায়।

গত ৮ আগস্ট থেকে ইব্রাহিম নিখোঁজ ছিলেন। ৮ অক্টোবর গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ইব্রাহিম মারা যান।

মঙ্গলবার সকালে ইব্রাহিমের বড় ভাই মোহাম্মদ আলম বলেন, ‘৮ আগস্ট ভোরে নামাজ পড়ার কথা বলে ইব্রাহিম রাজধানীর মোগলটুলীর বাসা থেকে বের হয়। সে টঙ্গীর গাজীপুরায় তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে এ বছর আলিম (এইচএসসি সমমান) পাস করেছে। আলিম পরীক্ষার ফল প্রকাশের আগেই বাড়ি ছাড়ে ইব্রাহিম। ইব্রাহিম অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীও ছিলেন। পাঁচ ভাই, চার বোনের মধ্যে সে ষষ্ঠ। টঙ্গীতে পারিবারিক ব্যবসাও রয়েছে। কিন্তু ইব্রাহিম কখন যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে তা পরিবারের কেউ জানত না।’

এক প্রশ্নে মোহাম্মদ আলম বলেন, ‘ইব্রাহিমের লাশ পেলে দাফন করা হবে।’ কিন্তু ইব্রাহিম কীভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়লেন সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশ উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘আমিও শুনেছি ইব্রাহিমের কথা। কিন্তু তার পরিবারের লোকজন এখনো কোনো যোগাযোগ করেনি।’