৮ লক্ষ টাকার কাঠ জব্দ, ফেনী মডেল থানায় মামলা

ফেনী সামাজিক বন বিভাগের টহল দল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর মহিপালে চোরাই সেগুন, গর্জন, গামারি কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করেছে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

ফেনী সামাজিক বন বিভাগের টহল কর্মকর্তা আবু তারেক খোন্দকারের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মহিপালে চোরাই পথে আসা সেগুন, গর্জন, গামারি কাঠবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্টো ট ১১-৪৭৪০) জব্দ করে। এ সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

জব্দকৃত ট্রাক ও কাঠ সামাজিক বন বিভাগ, ফেনী কার্যালয়ে জমা হয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

ফেনী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার চোরাই কাঠ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।