৯ম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় ৬ কেন্দ্রে ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত

চিরিরবন্দরের জেএসসি,জেডিসি ও এসএসসি ভোকেশনাল ৯ম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় ৬ কেন্দ্রে ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত
মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষা বোর্ড মাদরারসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এবার জেএসসি,জেডিসি ও এসএসসি ভোকেশনাল ৯ম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় চিরিরবন্দরের ৬ কেন্দ্রে ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
গতকাল ১ নভেম্বর হতে শুরু হওয়া ৬ কেন্দ্রে মোট পরীক্ষার্থী জেএসসিতে ৪ হাজার ৯২৯ জেডিসিতে ৮৭২ ও এসএসসি ভোকেশনালে ১৭৪ জন সর্বমোট ৫ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ্রগহন করে। কোন প্রকার বিশৃংখলা ছাড়াই সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ রায় জানান, সম্পুর্ন নকলমুক্ত পরিবেশ ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র অত্যন্ত ভাল হওয়ায় পরীক্ষা খুবভালো হয়েছে। তারা আরো জানায়, প্রথম দিনের মতো প্রশ্নপত্র কমন পাওয়া গেলে ১০০ ভাগ ভাল ফলাফল করা সম্ভব হবে।