৯৯৯ রুপিতে ফোরজি মোবাইল!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফারে ফোরজি ইন্টারনেট চালু করে ২০১৬ সালে ভারতের টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা করেছে রিলায়েন্স জিও ইনফোকম। আর এবার ২০১৭ সালে হ্যান্ডসেটের বাজারে নতুন যুগের সূচনা করতে প্রতিষ্ঠানটি নিয়ে আসছে মাত্র ৯৯৯ রুপি মূল্যের ফোরজি এলটিই মোবাইল।

দুইটি মডেলের ফোরজি মোবাইল বাজারে আনবে রিলায়েন্স জিও। যার একটি মডেলের দাম ৯৯৯ রুপি এবং অপর মডেলটির দাম ১৫০০ রুপি। সবচেয়ে স্বল্প মূল্যের এই ফোরজি প্রযুক্তির মোবাইল ২০১৭ সালের প্রথম প্রান্তিকেই বাজারে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। হ্যান্ডসেটগুলো সঙ্গে থাকবে ফ্রি ফোরজি ডাটা এবং ভয়েস কল অফার।

ভারতের বাজারে বর্তমানে ফোরজি সমর্থিত স্বল্প মূল্যের যেসব মোবাইল রয়েছে সেগুলোর মূল্য ৩ হাজার থেকে ৪ হাজার রুপির মধ্যে। তাই ৯৯৯ রুপিতে ফোরজি প্রযুক্তির মোবাইল আসলে, গ্রাহকরা ফোরজি ব্যবহারে সাধারণ মোবাইলেই ঝুঁকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে স্মার্টফোনের বাজারের জন্য তা চ্যালেঞ্জিং সময় তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস