১২ লাখ টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরে ইসলামী ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকা বড় বাজার ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতের নাম আরমান (২৪)। সে করিমগঞ্জ উপজেলার চামটাবন্দর এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেলে কিশোরগঞ্জ যমুনা পেট্রোল পাম্পের মালিক মো. মুরাদ আহম্মেদ তার পাম্পের তেল কেনার জন্য ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করে পাম্পে ফিরছিলেন। টাকা নিয়ে রাস্তায় গাড়িতে ওঠার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মুরাদ চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আরমান নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়।

এ সময় আরমানের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আরমানকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে আরমানকে উদ্ধার করে থানায়  নিয়ে আসে।

তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।