রাঙামাটিতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিবেদকঃ রাঙামাটির রাজস্থলী উপজেলায় হ্লাপ্রুচাই মারমা (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করছে মংথোয়াই মারমা (৪৫) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (০৫মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে।

হামলাকারী মংথোথাই মারমা ডাকবাংলো এলাকার স্থানীয় চাথোয়াইপ্রু মারমার ছেলে ও ঘটনার শিকার হ্লাপ্রুচাই মারমা একই এলাকার মৃত অংথোয়াইখই মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হ্লাপ্রুচাই মারমা নিজ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে ডাকবাংলো এলাকায় মংথোয়াই মারমা অতর্কিতভাবে হামলা চালিয়ে তার ধারালো দা দিয়ে গলা কেটে হ্লাপ্রুচাই মারমাকে হত্যা করে। স্থানীয়রা দেখতে পেয়ে চারপাশ থেকে ছুটে এলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মংথোয়াই।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশরাফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। অপরাধীকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।