হিলিতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশে এমপি শিবলী সাদিক

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: করোনাকে প্রতিহত করতে সরকার লকডাউন ঘোষনা করেছে। দীর্ঘদিন মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি। তাই  দিনাজপুরের হিলিতে করোনায় চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাবার বিতরণ করেন এমপি শিবলী সাদিক।
আজ বুধবার (৬ মে) দুপুরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে পৌর এলাকা ও উপজেলার ৩টি ইউনিয়নের মসজিদের ৪৫০ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।