উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৬২টি বসতঘর ও ৬০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (১২ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ছয়জন রোহিঙ্গা আহত হয়েছেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ৩৬২টি ঘর ও ৬০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ছয় জন রোহিঙ্গা আহত হয়েছেন। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ইউএনও নিকারুজ্জামান।