জেলা প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফাতেমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, ছয় মাস আগে স্থানীয় বাবলুর সঙ্গে বিয়ে হয় ফাতেমার। বেশকিছু দিন যাবত তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। কয়েকবার মারধরেরও শিকার হয়েছেন ওই গৃহবধূ। ঘটনার দিনও ঝগড়া হয়েছে স্বামীর সঙ্গে। এরপর রাতে ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
এ ঘটনায় পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।