টাকা আত্মসাৎ : খুলনার সোনালী ব্যাংক ম্যানেজার কারাগারে

ছয় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদকের মামলায় সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক খুলনার ম্যানেজার সুজিত কুমার মণ্ডল কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ সোমবার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুদকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে চার কোটি ছয় লাখ টাকা প্লেজ ঋণ নেয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজসে এই পাট বিক্রি করে অর্থ আত্মসাত করা হয়। মামলায় একই সাথে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়। অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক, খুলনার তৎকালীন সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং- মহানগর বিশেষ ৫/২০। মামলা অপর দুই আসামি জামিনে রয়েছেন।