8 জুন বিশ্ব মহাসাগর দিবস

নিউজ ডেস্ক : এই পৃথিবীতে বাস করার জন্য আমাদের অক্সিজেন, বৃষ্টিপাত, খাদ্য এসব সমুদ্রের স্বাস্থ্যের উপর নির্ভরশীল। উদ্বেগের বিষয় এই যে, মানুষের নানাবিধ কর্মকান্ডের পাশাপাশি জলবায়ুর বৈরী থাবায় মহাসাগরগুলোর প্রতিবেশব্যবস্থা প্রতিনিয়ত বদলে যাচ্ছে।

বিশ্ব মহাসাগর দিবস আজ। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে প্রতি ৮ জুন এই দিবসটি পালনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০০৯ সালের এ দিনটিকে জাতিসংঘ বিশ্ব মহাসাগর দিবস হিসেবে ঘোষণা দেয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের মহাসাগর, আমাদের ভবিষ্যত’ । এ বছর প্লাস্টিকের বর্জ্য থেকে সমুদ্র রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

পৃথিবীতে মানব জাতির টিকে থাকার খাদ্য, ওষুধসহ বিভিন্ন উপাদানের সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের একটি বড় অংশ আসে মহাসাগর থেকে। তাছাড়া মহাসাগরগুলো বায়ুমণ্ডলর একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। ধ্বংস হচ্ছে এর জীববৈচিত্র্য।

এদিকে সতর্কতার পরিবর্তে বিশ্বজুড়ে বাড়ছে অনিয়ম। অসচেতন মানুষের কাজে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। গলছে হিমাঞ্চলের বরফ; আর এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণি।