বগুড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে নেতা নিহত

বগুড়াঃ বগুড়ার শেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, রাম-দা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শেরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শফিউর রহমান জ্যোতি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, দিবাগত রাতে উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউর রহমান জ্যোতি ছিলেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।