বাউফলে আ.স.ম ফিরোজ নৌকা ও সহিদুল আলম তালুকদারের স্ত্রীর ধানের প্রতীক নিয়ে প্রচারনা শুরু


কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসনে দুই দলের মনোনীত প্রার্থী আওমীমলীগের আসম ফিরোজ এমপি নৌকা প্রতীক এবং সাবেক সংসদ সহিদুল আলম তালুকদাররে স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারনা শুরু করেছে।
পটুয়াখালী-২ বাউফল আসনের আওয়ামীলীগের সাতবারের মনোনীত মহাজোটের নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি চীফ হুইপ আ,স,ম ফিরোজদলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক বিশেষ বর্ধিত সভায় প্রচারনা শুরু করেন। এর আগে পৌর এলাকায় সকল ব্যবসায়ীদেও সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে স্বামীর পরিবর্তে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন স্ত্রী সালমা আলম লিলি। দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার পর মঙ্গলবার স্বামী স্থানীয় নেতা-কর্মী নিয়ে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নুরাইনপুর বাজার এলাকায় পথসভার মাধ্যমে স্ত্রীকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন সহিদুল আলম তালুকদার। স্ত্রী সালমা আলমও উপস্থিত থেকে বক্তৃতা করেন। পরে সাথে নেতা-কর্মী নিয়ে প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেটে উপজেলা সদরে অবস্থিত বিএনপি সভাপতি ফারুক ইঞ্জিনিয়ারের বাস ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে আসেন এবং সভা করেন।