বোরহানউদ্দিনের বিএনপি’র প্রার্থী ২০০১ সালের হিসাব নির্যাতনের হিসাব চাইতে বলেন নৌকার প্রার্থী মুকুল

এম এ আজিজ, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলী আজম মুকুলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন বাজারের ঐতিহ্যবাহী ভাওয়াল বাড়ীতে অনীল কুমার দাসের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা আর নিজেদের সংখ্যা লঘু মনে করবেন না। বিএনপি’র এ প্রার্থী হাফিজ বাহিনীর তান্ডবের দিন শেষ। ২০০১ সালে হাফিজ ইব্রাহীম ক্ষমতায় এসে তার নেতা কর্মীরা অসংখ্য সংখ্যা লঘু মা-বোনদের উপর যে পৈচাশিক নির্যাতন চালিয়েছে দ্বিতীয়বার তা করতে দেয়া হবে না। হাফিজ বাহিনীর বিরুদ্ধে আপনারা নির্যাতিত সংখ্যা লঘুরা সংগ্রাম ও প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, । বিএনপি’র এ প্রার্থী তার ক্যাডার বাহিনীদের অর্ডার দিয়েছে, আওয়ামীলীগের একটা কর্মী মারতে পারলে ১টন গম ও একজন নেতা মারতে পারলে ২টন গম দেয়া হবে। হাফিজ ইব্রাহীম নিজ হাতে ও তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে আমাদের ৪জন নেতা কর্মীদের হত্যা করেছে। অসহায় মানুষদের ভাতের থালা কেড়ে নিয়েছে।আপনাদের হাফিজ ইব্রাহিমের কাছ থেকে আপনাদের ইজ্জত,নির্যাতন আর গরু,হাঁস,মুরগী লুটপাটের হিসাব নেওয়ার সময় এসেছে । ভোট চাইতে গেলে তার কাছে হিসাব চান । এছাড়া তিনি বলে শেখ হাসিনা এবার ইস্তেহারে যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছেন। তাই আগমী ৩০ ডিসেম্বর সকলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান । অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহাম্মেদ, চানক্য সেবা সংঘের সভাপতি রাখাল চন্দ্র মিস্ত্রি, বোরহানউদ্দিন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক ইন্দ্রজিৎ দে সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা ও কর্মীগন। এর আগে তিনি বড় মানিকা ইউনিয়নের বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ।