মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিবেদকঃ মাগুরার শ্রীপুর উপজেলায় রাত ২টার দিকে হঠাৎ শুরু হয় শিলা বৃষ্টি। এতে ধান ও পেঁয়াজসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে হঠাৎ করে শুরু হওয়া শিলা-বৃষ্টিতে জনজীবন  বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে থেমে থেকে চলতে থাকে ঝড়ো হাওয়া।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে আকাশে তেমন মেঘ দেখা না গেলেও রাতে ২টার দিকে শুরু হয় শিলা ‍বৃষ্টি।
তিনি বলেন,  শিলা ‍বৃষ্টিতে ইউনিয়নের বালিয়াঘাটা, রাজাপুর, চিলগাড়ি, কোরোন্দি এলাকার ধান ও পেঁয়াজসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।