অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মাদ হাফিজকে?

ক্রীড়া ডেস্ক :  গতবার পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হয়েছে। আগামী মৌসুমে পাকিস্তানের মাটিতে পিএসএলের ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। ঘরের মাঠে ক্রিকেট ফেরানো আর পিএসএলকে আর জমজমাট করে তুলতে বিভিন্ন উদ্যেগ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মাদ হাফিজকে। নতুন দল মুলতান সুলতানসে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এ অলরাউন্ডারকে।

পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে নতুন দল হিসেবে অংশ নিচ্ছে মুলতান সুলতানসে। ওই দলের সহ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে থাকবেন।

মুলতান সুলতানস দলটির কোচ হিসেবে মাইলেক ক্লার্কের নাম বেশ জোরে শোরোই শোনা যাচ্ছে। আর এই দলে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে হাফিজকে। পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। শুরুতে মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে শোয়েব মালিকের নাম আসলেও তিনি তা অস্বীকার করেছেন।