অনিশ্চিত শন মার্শ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচে শন মার্শকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পার্থের ওয়াকা গ্রাউন্ডে এ ওপেনারের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন ধরেই ভুগে আসছেন শন মার্শ। শনিবার ম্যাটাডোর কাপে ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করার সময় আবারও হ্যামস্ট্রিয়ে চোট পান তিনি।

তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দলে থাকা নিয়ে ওয়াকার এক মুখপাত্র জানান, ‘শনিবার দক্ষিণ সিডনি ওভালে তাসমানিয়ার বিপক্ষে ব্যাট করার সময় চোট পান শন মার্শ। তার ডান পায়ের হ্যামস্ট্রিয়ে চোট লেগেছে। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের সময় শন মার্শ রিহ্যাবে থাকবেন। আগামী মাসে শুরু হওয়া ওই ম্যাচে তাকে দলের বাইরে রাখতে চাইবে নির্বাচকরা।’

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ওপেনিংয়ে ব্যাট করে থাকেন শন মার্শ। ঘরের মাঠে প্রথম ম্যাচে তার পরিবর্তে উসমান খাজাকে দলে ডাকতে পারেন নির্বাচকরা। এছাড়া মার্শের সেরে উঠা পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়া দলে আবারও ফিরতে পারেন জো বার্নসও।

আগামী ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।