অনুশীলনে মেসি ও ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক : মেলবোর্ন সিটির ফুটবল একাডেমিতে মঙ্গলবার একসঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টিনার অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে এটিই হবে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ব্রাজিলের পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্যও বার্সেলোনা তারকা মেসিকে দলে রেখেছেন সাম্পাওলি।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর জুভেন্টাসের দুই আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়াইনের বুধবার অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দুই দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের কাছে অন্যরকম উম্মাদনা। প্রীতি ম্যাচ হলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না কেউই।

মেলবোর্নে ৯৯ হাজার দর্শকের সামনে খেলতে যাওয়া ম্যাচটি নিয়ে ব্রাজিলের ফুল-ব্যাক রাফিনহা বলেছেন, ‘এটি প্রীতি ম্যাচ, তবে আমরা যখন মাঠে নামি তখন অন্য সব ম্যাচের মতোই হয়ে যায়। সবাই জিততে চায়।’
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী শুক্রবার ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা দল।