ভক্তকে মারতে গেলেন সাকিব

আল-আমিন হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ সমালোচনা-বির্তকে জড়ানো এখন নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল-হাসানের জন্য। নানা সময় বিতর্কিত কর্মকান্ড করে হয়ে সংবাদের শিরোনাম।

এবার মেজাজ হারিয়ে ছবি তুলতে আসা এক ভক্তকে মারতে গেলেন সাকিব আল-হাসান। এমন ঘটনা এর আগেই বহুবার ঘটিয়েছেন এ তারকা খেলোড়ার। বাংলাদেশের জন্য তিনি একটা আইকোন বা তারকা। বিশ্ব ক্রিকেট বার বার তা জানান দিয়েছেন সাকিব। তাই তার ভক্তদের সংখ্যাও কম নয়। তার সাথে একটি সেলফি তুলতে চাওয়া একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এভাবে মেজাজ ধরে না রাখতে পেলে ভক্তকে পেটাতে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সবশেষ এমন ঘটনা ঘটিয়েছেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচের আগেই ভক্তদের সঙ্গে মেজাজ হারালেন। এমনকি চড় মারতেও উদ্যত হয়েছেন সাকিব।

ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। দুজনেই সাকিবের প্রিয় গুরু। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত।

আরও একবার সেলফি তুলতে উদ্যত হলে মেজাজ হারান সাকিব। এ সময় কিছুটা বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন সাকিব। এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চড় মারতে উদ্যত হন। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটাও হারাননি তিনি। চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেওয়া হয়।

এর আগে সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি শেষ পর্যন্ত।

পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায়। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন আছে। তেমনি সাকিবের মেজাজ হারানোর ঘটনাও জন্ম দিচ্ছে আলোচনার।