অবসরে পিটার ফুলটন

ক্রীড়া ডেস্ক: ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল পিটার ফুলটনের। টেস্টে অভিষেক হয় আরও দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নিউজিল্যান্ডের হয়ে দশ বছর খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ফুলটন। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে দাপিয়ে খেলতে থাকেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন ৩৮ বছর বয়সি এ ক্রিকেটার।

নিউজিল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ফুলটন। ২০১৪ সালে জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ১ রানের পর দ্বিতীয় ইনিংসে ডাক মারেন তিনি।

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর ফুলটন জানান, ‘অভিষেকের পর আমি কখনো ভাবিনি যে ক্যান্টারবারির হয়ে এত বেশি ম্যাচ খেলতে পারব এবং এত রেকর্ড গড়তে পারব। ক্যান্টারবারির হয়ে এত অভিজ্ঞতা এবং সাফল্যের জন্য আমি খুবই গর্বিত বোধ করছি।

প্রায় তিন বছর তিনি ক্যান্টারবারি ক্লাবের হয়ে খেলেছেন।

২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে একই টেস্টে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ফুলটন। সাত বছর আগে একই ভেন্যু ম্যাকলিন পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফুলটন।