অসুস্থ নওয়াজকে হাসপাতালে পাঠানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে কারাগারে আটক পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার তাকে হাসপাতালে স্থানান্তরের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তত্ত্ববধায়ক সরকার। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নওয়াজ কারা কর্তৃপক্ষকে তার বুকের ব্যাথার বিষয়ে জানিয়েছিলেন। এরপরই কারা চিকিৎসক নওয়াজকে পরীক্ষা-নিরীক্ষা করে জানায় তাকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিষয়টি অতিরিক্ত মুখ্য সচিবকে বিষয়টি জানায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘অতিরিক্ত মুখ্য সচিবের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্ববধায়ক সরকার নওয়াজকে পাকিস্তান ইনিস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় সূত্র আরো বলেছে, ‘নওয়াজের ইসিজি করা হয়েছে এবং মেডিক্যাল প্রতিবেদন অনুযায়ী সব পরিবর্তনের ওপর নজর রাখা হচ্ছে।’ দুর্নীতির অভিযোগে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নওয়াজ গত ১৩ জুলাই লন্ডন থেকে পাকিস্তানে ফেরেন। এরপরই তাকে গ্রেপ্তার করে ইসলামাবাদ ও পরে সেখান থেকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার দেশটির জাতীয় নির্বাচনে নওয়াজের দল পিএমএল (এন) পরাজিত হয়েছে।