অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও পিটার হ্যান্ডসকম্বের জোড়া সেঞ্চুরিতে ভর করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান।

কিন্তু পাকিস্তানকে ফলোঅন না কারিয়ে আবার ব্যাট করতে নামে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮৯ রান।

পাহাড় সমান এই লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে উসমান খাজা ৭৪, স্টিভেন স্মিথ ৬৩ ও পিটার হ্যান্ডসকম্ব অপরাজিত ৩৫ রান করেন।বল হাতে পাকিস্তানের রাহাত আলী ২টি উইকেট নেন।

তার আগে পাকিস্তানের ১৪২ রানের ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করেন সরফরাজ আহমেদ। ২২ রান করেন সামি আসলাম। ২১ রান করেন মোহাম্মদ আমির। আর ১৯ রান করেন বাবর আজম। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, জস হাজলেউড ও জেমস বার্ড ৩টি করে উইকেট নেন।