অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান।

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে প্রথম টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরি, ম্যাট রেন’শ এর ৭১ ও পিটার হ্যান্ডসকম্বের ৬৪ রানে ভর করে ৩ উইকেটে ২৮৮ তুলে প্রথম দিন শেষ করে।

আজ দ্বিতীয় দিনে স্মিথ ১৩০ রান করে আউট হন। কিন্তু হ্যান্ডসকম্ব তুলে নেন সেঞ্চুরি। তিনি আউট হন ১০৫ রান করে। এরপর ছোট ছোট জুটিতে অস্ট্রেলিয়া ১৩০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪২৯ রান সংগ্রহ করে।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ৩২২ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন সরফরাজ আহমেদ (৩১) ও মোহাম্মদ আমির (৮)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানেই প্রথম উইকেট হারায়। ৪৩ রানে দ্বিতীয়, একই রানে তৃতীয়, ৪৮ রানে চতুর্থ, ৫৪ রানে পঞ্চম, ৫৬ রানে ষষ্ঠ, ৬৬ রানে সপ্তম ও ৬৭ রানে অষ্টম উইকেট হারায়। এরপর সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির মিলে দিনের বাকিটা সময় পার করেন।

ব্যাট হাতে সামি আসলাম ২২, বাবর আজম ১৯, সরফরাজ আহমেদ ৩১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও জস হাজলেউড ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন জ্যাকসন বার্ড।