অস্ট্রেলিয়ার সামনে প্রোটিয়াদের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডি কক শোতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আজ দ্বিতীয়টিতে মাঠে নেমেও ‍দাপট অব্যাহত রেখেছে দলটি।

জোহানেসবার্গে আগে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ভর করে অসিদের ৩৬২ রানে টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

নিউ ওয়ান্ডারস স্টেডিয়ামে টস জিতে আজ দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। আগে ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক হলেও দলীয় ৭০ রানে গত ম্যাচের জয়ের নায়ক ডি কককে হারায় প্রোটিয়াসরা। ব্যক্তিগত ২২ রান করে হ্যাস্টিংসের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।

তবে হ্যাস্টিংসের দ্বিতীয় শিকারও হওয়ার আগে ৭৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন প্রোটিয়া আরেক ওপেনার রিলে রুশো। আর ওয়ানডাউনে তার সঙ্গে নেমে ১৫০ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে অনেকদূর এগিয়ে দেন ফাফ ডুপ্লেসিস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১১১ রানের ইনিংসটি খেলেন ডুপ্লেসিস। ৯৩ বল মোকাবেলায় ১৩ চারের সাহয্যে এ ইনিংসটি খেলেন তিনি। ৮২ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন জেপি ডুমিনি। এছাড়া ডেভিড মিলারের ব্যাট করতে আসে ২৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬১ রান করে দক্ষিণ আফ্রিকা।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে জন হ্যাস্টিংস ৩টি, মিচেল মার্শ ২টি উইকেট পান।