অস্ট্রেলিয়ায় খ্রিস্টান গোষ্ঠীর দপ্তরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় খ্রিস্টান লবি গোষ্ঠীর (এসিএল) সদরদপ্তরের ভিতরে এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতের এ ঘটনা ঘটেছে।

তবে রাজনৈতিক, ধর্মীয় উদ্দেশ্যপ্রনোদিত বা আদর্শিক সংঘাতের সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

ক্যানবেরার পুলিশ কমান্ডার মার্ক ওয়াল্টার্স জানিয়েছেন, ওই গাড়িটি গ্যাস সিলিন্ডার দিয়ে ভরা ছিল । ওই ভবনে ভ্যান নিয়ে ঢুকে পড়ার আগে চালক গ্যাসের সিলিন্ডারগুলোতে আগুন ধরিয়ে দেন। ৩৫ বছর বয়সী চালক মারাত্মক দগ্ধ অবস্থায় হেঁটে নিকটবর্তী হাসপাতালে উপস্থিত হন । তার অবস্থা গুরুতর।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ আমরা বিশ্বাস করি না এই ঘটনার কারণে সাম্প্রদায়িক কোনো হুমকি সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার এএলসির ব্যবস্থাপনা পরিচালক লিলে শেল্টন অবশ্য দাবি করেছেন, এটি পরিকল্পিত হামলা ছিল।

তিনি বলেছেন, ‘সারা বছর আমরা হত্যার ও সহিংসতার একাধিক হুমকি পেয়েছি।’