অ্যালিসন বেকারের হেডে বেঁচে রইলো লিভারপুলের স্বপ্ন

গোলরক্ষক অ্যালিসন বেকারের হেডে স্বপ্ন বেঁচে রইলো লিভারপুলের। যোগ করা সময়ে তার গোলেই তলানির দল ওস্ট ব্রমকে ২-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা টিকে রইলো ক্লপ শিষ্যদের।

ওয়েস্ট ব্রমের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে পরে লিভারপুল। দ্য রেডদের পক্ষে গোল করেন হ্যাল রবিনসন। পরে মোহাম্মদ সালাহর গোলে ফেরে সমতা। সমতায় ফিরতে ক্লপ শিষ্যরা সময় নেয় ১৮ মিনিট। এরপর ম্যাচের বাকিটা সময়ে ওয়েস্ট ব্রমের রক্ষণে আক্রমণ শানালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় লিড নেয় হয়নি লিভারপুলের। নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন থেকে যায় ১-১-এ। অতিরিক্ত সময়েও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে শেষ মিনিটে একটি কর্নার পায় লিভারপুল। নিশ্চিত ড্র হচ্ছে ম্যাচ, এমন দৃশ্যপটে হাজির অ্যালিসন বেকার। শেষ মুহূর্তের কর্নার কিকে গোলপোস্ট ছেড়ে আসেন তিনি। আর তাতেই বাজিমাত। উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে অলরেড সমর্থকদের উপহার দেন দারুণ এক জয়।

৩৬তম রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে টেবিলের ৫ নম্বরে। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চেলসির অবস্থান ৪-এ।