‘আইএস বড় কোনো হুমকি নয়’

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ‘কমবেশি নিয়ন্ত্রণে’ আছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

সম্প্রতি আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় অনেক মানুষ হতাহত হওয়া সত্ত্বেও তালেবান এমন দাবি করল। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইএস বড় কোনো হুমকি নয়।’

গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনসমর্থন নেই।

এ ছাড়া আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলে জানান জাবিউল্লাহ মুজাহিদ। তালেবানের মুখপাত্র দাবি করেন, আফগানিস্তানে আইএসের উপস্থিতি অন্য দেশের জন্য হুমকি নয়।