আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের এক কর্মচারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আবু জাফর শেখ মানিক নামের এক আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার রেজাউল করিম নামের ওই কর্মচারী ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী রেজাউল করিম বলেন, ‘আজ বেলা পৌনে ১১টায় আইনজীবী রেজাউল করিম ১৫ নম্বর এজলাসে এসে হঠাৎ করে আমাকে কিল, ঘুষি ও লাথি মারেন। আমি তাকে আগে থেকে চিনি না এবং তার সঙ্গে আমার কোনো কাজও নেই। হামলায় আমি গুরুতর আহত হই। এ ঘটনায় ঢাকার ২৫ নম্বর আদালতে আজই দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩৫৩ ধারায় সিআর মামলা করেছি।’

বাদীপক্ষে আইনজীবী ছিলেন ড. এনামুল এইচ খান শিশির।