আইনি সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক : নারী অপরাধী ও ক্ষতিগ্রস্ত নারীদের সামাজিক সুরক্ষা এবং নারী ও শিশুদের আইনি সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার সকাল ১১টার দিকে ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার রমনা মডেল থানায় এই কেন্দ্রর উদ্বোধন করেন।

এ সময় মারুফ হোসেন বলেন, ‘থানায় নারী ও শিশুদের আইনি সেবা নিশ্চিত করা এবং নারী অপরাধী ও ক্ষতিগ্রস্তদের সামাজিক সুরক্ষা দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একজন নারী পুলিশ কর্মকর্তা এই কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে জোনের প্রতিটি থানায় এই সেবা চালু করা হবে।’

এই কেন্দ্রের সুবিধা সম্পর্কে ডিএমপির সহকারী কমিশনার (এসি) হাফিজুর রহমান বলেন, ‘সাধারণত থানায় জিডি বা মামলা করতে সবাইকে ডিউটি অফিসারের কক্ষে যেতে হয়। কিন্তু এই সেবা চালু হওয়ার পর নারীরা সরাসরি তাদের জন্য তৈরি করা সেল থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া, বিভিন্ন অপরাধের সাথে জড়িত নারী অপরাধী বা ভুক্তভোগীকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হতো। এসময় ওই কক্ষে থাকা অন্যান্য সেবা প্রার্থী তাদের বিভিন্ন ধরণের প্রশ্ন করতো। এতে তারা বিড়ম্বনায় পড়তেন। এখন থেকে নারী ও শিশুদেরকে তাদের জন্য তৈরি করা আইনি সহায়তা সেলে রাখা হবে। এতে ভুক্তভোগী নারী ও কিশোরীদের সামাজিক সুরক্ষা যেমন নিশ্চিত হবে তেমনই অপরাধীকে সুরক্ষিত জায়গায় রাখা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, ‘এই সেলে নারীদের সমস্যা জানার পাশাপাশি নারী ও কিশোরী অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হবে ও আইনি সহয়তা দেওয়া হবে।’

রমনা জোনে এই সেবার সফলতার উপর নির্ভর করে ডিএমপির সকল থানায় এ সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফি খান, ভিকারুননিসা নুন স্কুলের অদ্যক্ষ সুফিয়া খাতুন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা।

ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মারুফি খান বলেন, ‘এই সেবা চালু হওয়ায় নারীরা যথাযথভাবে আইনি সহায়তা পাবে বলে আশা করছি। পাশাপাশি নারীর অধিকার সুরক্ষায় এটি আরো শক্তিশালী ভূমিকা রাখবে।’

এ সেবাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান আইনজীবী সিগমা হুদা বলেন, ‘এ অবশ্যই পুলিশের একটি বিরাট উদ্যোগ, যা আরো আগে নেওয়া দরকার ছিল। অনেক পরে হলেও এটি চালু হওয়ায় তাদেরকে ধন্যবাদ। আশা করি ঢাকাসহ সারা দেশে এই সেবা চালু হবে।’