আইন অমান্য করে পশুর হাট পরিচালনা করায় ইজারাদারকে জরিমানা

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর খোঁচাবাড়ী হাটে, স্বাস্হ্যবিধি না মেনে চলছিল গরু কেনা বেচার হাট।  প্রায় দুপুরে দিকে ইউএনও এর, গাড়ী দেখে পালিয়ে যায় লোকজন। অনেকের মুখে ছিল না মাক্স,ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, দিন দিন করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লকডাউনের ঘোষণা অনুযায়ী সরকারি নির্দেশে ২১ এপ্রিল পর্যন্ত হাট বাজার বন্ধ থাকবে।
আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে চলছিল ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর হাট। তবে দুই ঘণ্টার মাথায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি দেখেই পালিয়ে গেলেন পশুর হাটে উপস্থিত লোকজন । কয়েক মিনিটেই মাঠ যেন মানুষশূন্য পরিণত হয়ে যায় ।এ সময় আইন অমান্য করে পশুর হাট পরিচালনা করার অপরাধে ইজারাদার উত্তম কুমার রায়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।