আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা প্রশংসনীয়-অতিরিক্ত পুলিশ সুপার

মোরেলগঞ্জ প্রতিনিধি ঃঅতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মিঠু বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে।
সোমবার বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গ্রাম পুলিশের সমাবশে থানা অফিসার ইন চার্জ মো.রাশেদুল আলম, ওসি (তদন্ত) তারক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। থানা অফিসার ইন চার্জ মো.রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নে ১৬০ জন গ্রাম পুলিশ থাকার কথা থাকলেও ১৪৪ জন কর্মরত আছে।

এদেরকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গ্রাম পুলিশ আবুল কালাম জানায়, গ্রাম পুলিশদের বেতন বৃদ্ধি ও আরো সক্রিয় করার পাশাপাশি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।