আইপিএলের সবশেষ স্কোয়াড

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কিছু কিছু খেলোয়াড় ছেড়ে দিয়েছে, আবার কিছু খেলোয়াড়কে রেখে দিয়েছে।

২০১৭ সালের এপ্রিলে মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। আসরের আগে নতুন ক্রিকেটারদের দলে নিতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে আট দলের ছেড়ে দেওয়া ও রেখে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।  পাঠকদের জন্য এ তালিকা দেওয়া হলো:

রাইজিং পুনে সুপারজায়ান্টস

দলে আছেন: মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভেন স্মিথ, ফাফ ডু প্লিসিস, মিচেল মার্শ, অশোক ডিন্ডা, অঙ্কুশ বিনাশ, রাজাত ভাটিয়া, অঙ্কিত শর্মা, ঈশ্বর পান্ডে, অ্যাডাম জাম্পা, জাসকরণ সিং, বাবা অপাজিত, দেপাক চাহার, উসমান খাজা।

বাদ পড়েছেন: কেভিন পিটারসেন, ইশান্ত শর্মা, ইরফান পাঠান, থিসারা পেরারা, আর পি সিং, স্কট বোলান্ড, মুরুগান অশ্বিন,  পিটার স্টিভেনন, প্যাটরিক হ্যান্ডকম্ব, অ্যালবি মর্কেল, জর্জ বেইলি।

গুজরাট লায়ন্স

দলে আছেন: সুরেশ রায়না, রবিন্দ্রর জাদেজা,  জেমস ফকনার, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো, অ্যারোন ফিঞ্চ, ডোয়াইন স্মিথ, দিনেশ কার্তিক, ধাওয়ান কুলকার্নি, প্রভীন কুমার, অ্যান্ডিডিও তাই, ইশান কিশান, প্রদ্বীপ সাঙ্গান, শিভিল কৌশিক, শাদাব জাকাতি, জয়দেব শাহ।

বাদ পড়েছেন: ডেল স্টেন, পারাশ ডোগরা, সাবারজিত লাড্ডা, প্রভীন থাম্বে, উমাং শর্মা, অমিত মিশ্রা, অশকদ্বীপ নাথ, এবলাভয়া ডিভেডি।

কিংস ইলেভেন পাঞ্জাব:

দলে আছেন: ডেভিড মিলার, মানান ভোহরা, অক্ষর পাটেল, গ্লেন ম্যাক্সওয়েল, গুলকিরাতন মান, অনুরিত সিং, সন্দ্বীপ শর্মা, শাহারদুল ঠাকুর, শন মার্শ, ঝৃদ্ধিমান সাহান, মুরালি বিজয়, নিখিল নায়াক, মোহিত শর্মা, মার্কাস স্টিনিস, আরমান জাফর, প্রদ্বীপ শাহু, স্বপ্নীল সিং, হাসিম আমলা, কেসি চারিপ্পা।

বাদ পড়েছেন:মিচেল জনসন, রিশি ধাওয়ান, কাইল অ্যাবট, ফারহান বেহারডিন।

কলকাতা নাইট রাইডার্স

দলে আছেন: গৌতম গম্বীর, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদব, মানিশ পান্ডে, সুরইয়াকুমার যাদব, পিযুষ চাওলা, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, ক্রিস লিন, উমেশ যাদব, ইউসুফ পাঠান, শেলডন জ্যাকসন, অঙ্কিত রাজপুত।

বাদ পড়েছেন: মর্নি মরকেল, ব্র্যাড হজ, জেসন হোল্ডার, কলিন মুরনো, জন হ্যাসটিঙ্কস, জয়দেব উঙ্কত, মানান শর্মা, শন টেইট, রাজাগোপাল শাতিস।

মুম্বাই ইন্ডিয়ান্স

দলে আছেন: রোহিত শর্মা, কাইরন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, হারভাজন সিং, আম্বাতি রাইডু, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াশ গোপাল, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, পার্থিব পাটেল, মিচেল ম্যাকলেনগান, নিতিশ রানা,  শীদ্দেশ লাড, সুশিথ, হার্দিক পান্ডিয়া, জস বাটলার, টিম সাউদি, জিতেশ শর্মা, ক্রনাল পান্ডিয়া, দীপাক পুনিয়া।

বাদ পড়েছেন: কোরি এন্ডারসন, মার্চান্ট ডি লাঙ্গ, উন্মুখ চাঁদ, অক্ষয় ওয়াখারে, নাতশু সিং,  কিশোর কামাথ, মার্টিন গাপটিল, জেরম টেলর।

দিল্লী ডেয়ারডেভিলস

দলে আছেন: জেপি ডুমিনি, মোহাম্মদ স্মামী, কইন্টন ডি কক, শাহবাজ নাদীম, মায়াঙ্ক আভারভাল, জায়ান্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়াশ ইয়ার, জহির খান, সানজু স্যামসন, ক্রিস মরিস, কার্লোস ব্রেথওয়েট, কারুণ নায়ার, রিসাভ পান্ট,  মিলিন্দ, সঈদ আহমেদ, প্রাতুয়ুস সিং, স্যাম বিলিংস।

বাদ পড়েছেন: নাথান কলর্টার-নিল, ইমরান তাহির, জোয়েল প্যারিস, পাওয়ান নেগী, পাওয়ান সুয়াল, আকিল হেরয়াদকার, মাহিপাল লোমরর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

দলে আছেন: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, মিচেল স্টার্ক, চাঁচাল, হার্শাল পাটেল, মানদ্বীপ সিং, অ্যাডাম মিলনে, সারফরাজ খান, আরবিন্দ, কেদার যাদব, শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি, স্যামুয়েল বাদ্রি, ত্রেভিস হেড, শচীন বেবি, ইকবাল আব্দুল্লাহ, লোকেশ রাহুল, আভীস খান, তারভীস সামসি।

বাদ পড়েছেন: ভারুন অ্যারন, আবু নেচিম, ডেভিড ওয়াইজি, কেন রিচার্ডসন, ভিকরামজিত মালিক, প্রভীন দুবে, অক্ষয় কারনেয়ার, বিকাশ তোকাস, পারভেস রসুল, ক্রিস জরদান।

সানরাইজার্স হায়দরাবাদ

দলে আছেন: শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ডেভিড ওয়ার্নার, মোয়েস হেনসিকিউস, নোমান ওঝা, রিকি ভুঁই, কেন উইলিয়ামসন, শ্রীদার্থ কল, বিপুল শর্মা, আশীস নেহরা, যুবরাজ সিং, বেন কাটিং, অ্যাভিমেনু মিথুন, মুস্তাফিজুর রহমান, বারিন্দ্রের স্রাণ, দীপাক হুডা, বিজয় শঙ্কর।

বাদ পড়েছেন: করণ শর্মা, আশিষ রেড্ডি, ইয়ন মরগান, ট্রেন্ট বোল্ট, সুমান, আদিত্বা তারে।