আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও বেশি উঁচুতে নির্মিত হচ্ছে রেলব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও বেশি উঁচুতে ভারতের জম্মু ও কাশ্মীরে নির্মিত হচ্ছে রেলব্রিজ।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের চেবান নদীর ওপর এই ব্রিজ নির্মিত হচ্ছে। ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ হবে। এটি হবে বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ।

সর্বোচ্চ এই রেলব্রিজের দৈর্ঘ হবে ১ দশমিক ৩ কিলোমিটার। এই ব্রিজকে বলা হচ্ছে ‘প্রকৌশল আশ্চর্য’। এই সেতুর এক পাশে জম্মুর কাটরা ও অন্য পাশে শ্রীনগরের কাউরি পড়েছে।

ব্রিজটির উচ্চতা ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি উঁচু। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১১০ কোটি রুপি।

ব্রিজটি কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের পূর্বাঞ্চলকে সংযুক্ত করছে। যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে সেতুটি।

নির্মাণ কাজ শেষ হলে উচ্চতম রেলব্রিজের ইতিহাসে চীনের সুইবাই রেলব্রিজের রেকর্ড ভাঙবে জম্মু ও কাশ্মীরের চেনাব রেলসেতু। উল্লেখ্য, চেনাবের উচ্চতা ২৭৫ মিটার।

রেলব্রিজটি তৈরি হচ্ছে ২৪ হাজার টন বিস্ফোরণ নিরোধক স্টিল দিয়ে। চেনাব নদীর তলদেশ থেকে ব্রিজটির উচ্চতা হবে ৩৫৯ মিটার।