আকাশে লেবু!

দেশে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। এ পরিস্থিতি মোকাবেলায় দেশে চলছে ১ সপ্তাহের লকডাউন। আজ আবারও আসে লকডাউনে নতুন নির্দেশনা। বলা হয়েছে আগামী ১৪ তারিখ থেকে আবারও ১ সপ্তাহের লকডাউনে থাকবে বাংলাদেশ জরুরি সেবা ছাড়া বন্ধ থাকে সব কিছু। এই খবরের পরপর রাজধানীর কাঁচাবাজারে বেড়ে গেছে সব ধরনের মাছ, মাংসেরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। এক হালি লেবুর দাম ১২০ টাকায় ঠেকেছে কাচাবাজারগুলোতে। সরবরাহ ঘাটতি আর যানজটসহ নানা অজুহাতে রমজানকে সামনে রেখে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের।

সাধারণের নাগালের বাইরে মাছের দাম। রুই, কাতলা ও তেলাপিয়া ছাড়া ৪০০ টাকার নিচে নেই কোনো দেশি মাছ। উচ্চমূল্যের কারণে পরিমাণে কম কিনে বাড়ি ফিরছেন অনেকে।

রোজার শুরু আর পহেলা বৈশাখ এক সঙ্গে হওয়ায় কদর বেড়েছে রুপালী ইলিশের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। চাঁদপুরের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ১৭০০ টাকায়।

দুয়েকদিনের মধ্যে ইলিশের দাম বাজারে কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেড়েছে বলেও অভিযোগ এক ক্রেতার।

দুয়েকটি সবজির দাম কমলেও পেঁপে, কুমড়ো ও টমেটো ছাড়া অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে। এক হালি বড় লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

করোনাকালীন সময়ে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের।