আখাউড়ায় জন্মনিবন্ধন প্রাপ্তিতে ঘুষ না দেয়ায় চেয়ারম্যান মারলেন মহিলাকে

মোঃ সিজান আহমেদ সোহাগঃ গত সোমবার ( ১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে চাহিদা মত ঘুষ না দেয়ায় এক সেবা প্রার্থী মহিলাকে বেদম প্রহার করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷
ঘটনায় প্রকাশ, অত্র ইউপির খলাপাড়া গ্রামের আলমগীর চৌধুরীর স্ত্রী আসমা বেগম (৫৮) গত তিন মাস ধরে তার বিদেশ গামী ছেলের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বার বার চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছেন৷ কিন্তু চাহিদা মত অর্থাৎ ৫ হাজার টাকা ঘুষ ব্যতীত তিনি এ কাজটি করে দিচ্ছেন না৷ এ জন্য তিনি চেয়ারম্যানের কাছে কয়েক বার অনুনয়- বিনয় করেও ৪-৫ শত টাকা দিয়েও জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারেন নি৷ অথচ সরকারি ধার্যকৃত ফি বেশি হলে ১-২ শত টাকার অধিক হওয়ার কথা নয়৷
এ জন্য তিনি তার ছেলেকে ও বিদেশ পাঠাতে পারছেন না৷
 উক্ত কাগজটির জন্য সোমবার সকালে পুনরায় চেয়ারম্যান অফিসে গেলে চেয়ারম্যান ৫ হাজার টাকার নীচে এক পয়সাও কম হবে না বলে তাকে সাফ জানিয়ে দেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল সহ স্ব- জোরে চর- থাপ্পড় ও লাথি মেরে ডান পা ও কোমর ভেঙে দেন৷এ সময় খলাপাড়ার স্থানীয় মেম্বার মোরশেদ আলম ও উপস্থিত লোকজন তাকে রুদ্র মুর্তির চেয়ারম্যানের কবল থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ এ বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে এবং ভোক্তভূগি মহিলা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
 জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনির হোসেনকে কয়েকবার ফোন করলে ও তিনি তা রিসিভ করেন নি৷
আখাউড়া থানার অফিসার ইনচার্জ, মিজানুর রহমান বলেন, নির্যাতিতা মহিলার অভিযোগ পেয়েছি, উপযুক্ত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।