আগরতলায় ৩ মাদক পাচারকারী আটক

জেলা প্রতিবেদকঃ মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য পেলো ত্রিপুরা পুলিশ। আগাম খবরের ভিত্তিতে বুধবার (০৪ মার্চ) উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নদীয়াপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। এ তিন মাদক পাচারকারী আসামের শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে করে এসে নদীয়াপুর স্টেশনে নামে, সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এ তিন মাদক পাচারকারীর ব্যাগ তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, ২০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ এসকাপ, ৪০০ পিস অ্যালজাইমার ট্যাবলেট এবং ১১টি প্রক্সিভন ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি জানান, আটক তিন মাদক কারবারি নাম কাজল মিঞা, আবির মিঞা এবং প্রাণেশ পাল। প্রথম দু’জনের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুরা এলাকায় এবং প্রাণেশ পালের বাড়ি আগরতলায়। আটক তিন মাদক পাচারকারীকে চুড়াইবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়েছে।