আগস্টে পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ১৪ শতাংশ বেশি

আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ রফতানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ১৮ শতাংশ বেশি। ২০২১ সালের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল।

এদিকে জুলাই ও আগস্ট মিলিয়ে গত দু-মাসে তৈরি পোশাক থেকে ৭১১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার রফতানি আয় এসেছে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ বেশি। এ ছাড়া এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ১ শতাংশ বেশি।