আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় আগামী রোববার ও বুধবার (১ ও ৪ আগস্ট) দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

তিনি জানান, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় বিধিনিষেধ চলাকালে ২ দিন (১ ও ৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকার চলাচলে বিধিনিষেধ দিয়েছে। এ সময়ে সপ্তাহে দুদিন ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিনগুলোতে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে।

২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম ১৩ জুলাই জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।